Learn More About Uttar Bango Engineering Institute. We provide top-notch engineering education. Fostering success-oriented learning & unlocking your potential.
প্রযুক্তির যুগোপযোগী বিস্তার ও ব্যবহারের লক্ষে দক্ষ জনশক্তি গড়ার মানসিকতা নিয়ে ২০০৯ ইং সালের জুন মাসে কেবল মাত্র একটি Technology (Diploma in Computer Engineering) নিয়ে Uttarbongo Engineering Institute (UBEI) এর যাত্র শুরু। যাত্রা শুরুর প্রথম বছরেই SIMT অনুমোদিত আসন সংখ্যার সবকটিতে ছাত্র-ছাত্রী ভর্তি করতে সক্ষম হয়। ২০১০-২০১১ শিক্ষা বর্ষ থেকে পর্যায়ক্রমে টেকনোলজি ও আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০২১ – ২০২২ শিক্ষাবর্ষে এসে বর্তমানে ৪ টি টেকনোলজি ও ১০৬০ টি আসনে উন্নীত হয় এবং অনুমোদিত সকল আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করতে সক্ষম হয়।
দক্ষ Diploma Engineer তৈরীর লক্ষ্যে UBEI-তে Diploma Engineering Technology চালু করা হয়। এই লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সঠিক ভাবে গড়ে তোলার জন্য প্রত্যেকটি Technology তে Theory Class এর সাথে সাথে Practical Class গুলো সুচারুরুপে পরিচালনা করা হয়। Practical Class গুলো সঠিকভাবে পরিচালানার জন্য প্রয়োজনীয় সকল Laboratory তৈরী করার সাথে সাথে দক্ষ B.Sc . Engineer ডিগ্রি সম্পন্ন Teacher নিয়োগ করা হয়েছে।
Diploma Engineering পাশ করার পর যাতে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর কর্মসংস্থান হয় সেই লক্ষ্যে তাদের উপযুক্তভাবে প্র্স্তত করা UBEI এর আপ্রাণ প্রয়াস। এ কাজের জন্য UBEI Placement Cell রয়েছে। UBEI এর সম্পূর্ণ আলাদা একটি কর্মতৎপর বিভাগ Job Placement Cell এ সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে এবং পাশকৃত ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থান ব্যবস্থা করছে।
যুগোপযোগী দক্ষতায় দক্ষ করার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের ট্যুর, গেস্ট লেকচার ও Industrial Training এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এর সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। এছাড়াও ৮ম পর্বের সমাপনী পরীক্ষা দেওয়ার পরে বিভিন্ন কোম্পানীতে On Job এর ব্যবস্থা করা হয়। সর্বোপরি Diploma Engineering Degree লাভ করার পর যেন ছাত্র-ছাত্রীরা স্বনির্ভর হতে পারে যথাযথ ব্যবস্থা নিতে UBEI বদ্ধপরিকর।
Don’t miss our future updates! Get Subscribed Today!
Copyright © 2022 Uttar Bango Engineering Institute | All Rights Reserve
UBEI is best private polytechnic in Bangladesh